Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্লাইট পরিচালনায় ইউএস-বাংলার নতুন সিদ্ধান্ত


২৭ মার্চ ২০২০ ২২:৩৮

ঢাকা: আন্তর্জাতিক রুটে ফ্লাইট অপারেশনে নতুন করে সিদ্ধান্ত নিয়েছে দেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা। নতুন সিদ্ধান্তে এয়ারলাইন্সটি তাদের ফ্লাইট অপারেশন আরও বেশ কিছুদিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম।

তিনি সারাবাংলাকে বলেন, ‘বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ২৯ মার্চ থেকে শুধুমাত্র প্রতি রোববার ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করবে। যা বর্তমানে সপ্তাহে ৩ দিন করে ফ্লাইট গুয়াংজু যাচ্ছে। অপরদিকে দোহা রুটে ২৯ মার্চ পর্যন্ত ফ্লাইট স্থগিত থাকলেও সেটা বেড়ে ১৫ এপ্রিল করা হয়েছে। একই সাথে কলকাতা ও চেন্নাই রুটে ফ্লাইট ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে।’

কামরুল ইসলাম আরও বলেন, ‘কুয়ালালামপুর রুটে ফ্লাইট ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করা হলেও সেটা বাড়িয়ে ১৪ এপ্রিল করা হয়েছে। সিংগাপুর রুটেও ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করা হলেও সেটা আরও বাড়িয়ে ৭ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। মাস্কাট রুটে ২৯ মার্চ পর্যন্ত স্থগিত করা হলেও সেটা বাড়িয়ে ৪ এপ্রিল করা হয়েছে। আর ব্যাংকক রুটে ১৮ মে পর্যন্ত ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।’

একইসঙ্গে অভ্যন্তরীণ রুটে ৪ এপ্রিল পর্যন্ত সংস্থাটির সব অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে বলেও এই কমর্কর্তা জানান।

অভ্যন্তরীণ ফ্লাইট ইউএস-বাংলা ইউএস-বাংলা এয়ারলাইন্স

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর