Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরুরি স্বাস্থ্য সেবায় ‘হটলাইন’ চালু জিয়াউর রহমান ফাউন্ডেশনের


২৭ মার্চ ২০২০ ২১:১৫

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্তদের জরুরি সেবা দিতে হটলাইন চালু করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

চলমান পরিস্থিতে যেকোনো ধরনের স্বাস্থ্যগত সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে ২৫টি মোবাইল নম্বরে ফোন দিতে পারবেন যে কেউ। তবে ফোন দিতে হবে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে। এই সময়ের মধ্যে ফোন দিলে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগের লক্ষণ সম্পর্কে অবগত হওয়ার পর ফোনেই প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেবেন রোগীদের।

বিজ্ঞাপন

ফোন নম্বরগুলো হচ্ছে- ০১৮৯০৩০৯৮৯৩, ০১৭৯৯৪১৬৯৫৯, ০১৮৭৭৭০০০২০, ০১৭৫৮০৮৭৩০০, ০১৭৯০৭৪৯২৭৭, ০১৬২৪০১২২৩০, ০১৫৩১৭৪৫৯৩৪, ০১৭০৬২৪৩৪৮০, ০১৭৫১১৫৪২৫৩, ০১৩১৫৮৭৪১৬১, ০১৭০১৩৩৮৮৩৩, ০১৭৩৬৫৮১৩৪০, ০১৬৮১২০৭৮৮৭, ০১৭০৬৮৯৪১৬৮, ০১৭১৫০৬৪৫৭২।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য ডা. মেহেদী হাসান সারাবাংলাকে বলেন, ‘বিশ্বব্যাপী ছরিয়ে পড়া করোনাভাইরাসের চলমান পরিস্থিতে কেউ যদি সর্দি, কাশি, জ্বরসহ যে কোনো ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে ফোন দেয়, তাহলে প্রাথমিক অবস্থা আমাদের মেডিকেল অফিসারও প্রয়োজনীয় পরামর্শ দেবেন অথবা কোথায় গেলে প্রোপার ট্রিটমেন্ট পাওয়া যাবে, সেখানে রেফার করবেন। যদি সুনির্দিষ্ট কোনো সমস্যা আইডেন্টিফাই হয়, তাহলে আমাদের যে এক্সপার্ট টিম আছে, তাদের কাছে রেফার করা হবে। তারা প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেবেন।’

করোনাভাইরাস জিয়াউর রহমান ফাউন্ডেশন হটলাইন চালু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর