Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাস্ক-পিপিই কারখানাকে সহযোগিতা দেবে বিজিএমইএ


২৭ মার্চ ২০২০ ২১:১৫

ঢাকা: বন্ধের সময়ে যেসব কারখানায় পিপিই ও মাস্ক তৈরি হবে সেসব কারখানাকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছে তৈরি পোশাক মালিকদের বিজিএমইএ। শুক্রবার (২৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিএমইএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল রফতানিমুখি শিল্প প্রতিষ্ঠান আন্তর্জাতিক ক্রয়াদেশ বহাল রয়েছে এবং করোনাভাইরাস প্রতিরোধে জরুরি অপরিহার্য পণ্য যেমন: পিপিই, মাস্ক , হ্যান্ডওয়াশ, ওষুধপত্র উৎপাদনের কাযর্ক্রম চলমান রয়েছে সে সব কারখানা চালু রাখতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ বিষয়ে বিজিএমইএ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কতৃর্ক ইস্যুকৃত স্মারক নং ৪০.০১.০০০.১০১.৯৯.০০১.১৭.১ তারিখ ২৭.০৩.২০ এর প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ করছি।

এদিকে ২৬ মার্চ সকল কারখানা বন্ধের আহ্বান জানান বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।

একইভাবে রফতানিমুখী নিটওয়্যার, টেক্সটাইল মিলস সেক্টরে সব কারখানাগুলোকে বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা।

করোনা বিজিএমইএ মাস্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর