Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫০ হাজার পরিবারের একমাসের খাবার দেবেন সাঈদ খোকন


২৭ মার্চ ২০২০ ২০:২৭

ঢাকা: করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের ৫০ হাজার হতদরিদ্র পরিবারের জন্য এক মাসের খাবারের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আগামীকাল শনিবার থেকে খাবার সামগ্রী বিতরণ শুরু করা হবে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে নগরীর গুলিস্তান এলাকায় জীবাণুনাশক ছিটানোর গাড়ির পরিদর্শনে এসে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি উপস্থিত শতাধিক হতদরিদ্র রিকশাচালক ও খেটে খাওয়া মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।

বিজ্ঞাপন

সাঈদ খোকন বলেন, ‘অনেক আগ থেকে আমাদের দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম শুরু হয়। আমরা সেই কাজের পরিদর্শন করতে আজ এখানে এসেছি। আমি আমার সম্মানিত নগরবাসীদের আহ্বান জানাব তারা যেন বাড়ি থেকে বের না হন। পাশাপাশি দেশের বিত্তবান সবাইকে আহ্বান জানাব তারা যেন এই দুর্দিনে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান।’

মেয়র আরও বলেন, ‘কোনো নাগরিক যদি বাসায় থেকে আমাদের হটলাইনে ফোন করে তিনি খাবার সংকটে রয়েছেন বলে আমাদের জানান আমরা তার বাসায় খাবার পৌঁছে দেব। এজন্য আমাদের নির্বাচিত কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে তারা এরই মধ্যে কাজ শুরু করেছেন।’

সাঈদ খোকন আরও বলেন, ‘আমার মেয়াদ থাকুক আর নাই থাকুক আমি সব সময় নগরবাসীর পাশে আছি এবং থাকব। আপনারা আমাকে সব সময় পাশে পাবেন। হোম কোয়ারেনটাইন নিশ্চিত করার জন্য আমাদের ৭ জন ম্যাজিস্ট্রেটসহ গঠিত কমিটির সবাই কাজ করছে।’ প্রতিদিন তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান মেয়র।

একমাসের খাবার করোনাভাইরাস সাঈদ খোকন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর