Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেরপুরে করোনা আতঙ্কে রোগী শূন্য জেলা হাসপাতাল


২৭ মার্চ ২০২০ ১৭:১৪

শেরপুর: করোনাভাইরাস আতঙ্কে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা হাসপাতালে রোগী শূন্য হয়ে পড়ছে। শুক্রবার (২৬ মার্চ) হাসপাতালে গিয়ে এই দৃশ্য দেখা গেছে।

সংশ্লিষ্টরা জানান, রোগীরা সম্পূর্ণ সুস্থ না হলেও হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন। ইনডোরে পুরুষ-মহিলা সার্জিক্যাল ও মেডিসিন বিভাগসহ সব ওয়ার্ডে প্রতিদিন যেখানে ২০০ থেকে ৩০০ রোগী ভর্তি থাকতেন, সেখানে বর্তমানে ভর্তি রয়েছে ৩০ থেকে ৪০ জন রোগী।

আবার যারা ভর্তি রয়েছেন তাদের মধ্যে করোনা আতঙ্কে ছাড়পত্র না নিয়েই কেউ কেউ হাসপাতাল ছাড়ছেন। ফলে রোগী শূণ্য হয়ে পড়ছে হাসপাতালটি।

জেলা সিভিল সার্জন ডা. এ কে এম আনোয়ারুর রউফ বলেন, ‘করোনাভাইরাসের বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। এজন্য রোগীরা বাড়িতেই নিজেদের নিরাপদ মনে করছেন এবং বাসা থেকে এসে চিকিৎসা নিচ্ছেন। এসব কারণেই ইনডোর-আউটডোরে রোগীর সংখ্যা কমে যাচ্ছে।’

করোনাভাইরাস রোগী শূন্য শেরপুর জেলা হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর