Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণ সচেতন থাকলে ইউরোপের পরিস্থিতি আমাদের হবে না’


২৭ মার্চ ২০২০ ১৫:২১

ঢাকা: জনগণ অনেকটাই সচেতন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘জনগণ যদি সচেতন থাকে তাহলে আমাদের দেশে করোনাভাইরাসের বিস্তার ইউরোপের দেশগুলোর মতো হবে না।’

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘রাস্তা-ঘাটে যারা বের হচ্ছেন তাদের বলবো আপনারা অহেতুক রাস্তাঘাটে বের হবেন না। আপনারা অহেতুক ভিড় করবেন না, অহেতুক জনসমাগম সৃষ্টি করবেন না। অহেতুক জনসমাগম যাতে না হয় সেজন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি। তারা সে অনুযাযী জনগণকে উদ্বুদ্ধ করছে। যারা যেখানে আছেন, তারা সেখান থেকে করোনার বিরুদ্ধে কাজ করে যান। সবাই যার যার বাসায় অবস্থান করুন, যেটা সরকার ঘোষণা করেছে।’

হাত ধোয়া তো আমাদের ঈমানি কাজ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সে হিসেবে আপনারা হাত ধুবেন। বের হওয়ার সময় মাস্ক পরে বের হবেন এবং কিছু করতে হলে হাতে গ্লাভস পড়ে করুন। সেই সঙ্গে সামাজিক দূরত্ব যেটা একজন থেকে আরেকজনের যেটুকু দূরত্বে থাকা দরকার সেটা বজায় রাখবেন।’

করোনা সংক্রামণ প্রতিরোধে যারা স্বেচ্ছায় কাজ করছেন তাদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, ‘এনজিওর যারা কাজ করছেন তাদের আহ্বানে ঢাকাসহ সারাদেশের মানুষ যেন সচেতন হন। এটা আমি প্রত্যাশা করি। করোনা মোকাবিলায় ইতোমধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে একটি ২৪ ঘণ্টার সেল খোলা রয়েছে। এর মাধ্যমে কোথায় কি হচ্ছে সেসবের খোঁজ খবর রাখছি এবং আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।’

বিজ্ঞাপন

ফাঁকা ঢাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, ফাঁকা ঢাকায় যাতে কোনো চুরি-ডাকাতি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী চোখ-কান খোলা রেখে কাজ করছে।

করোনাভাইরাস জনগণ সচেতন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর