Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ আহত ২৫


৯ ডিসেম্বর ২০১৭ ১১:৪৪ | আপডেট: ৯ ডিসেম্বর ২০১৭ ১১:৫৬

সারাবাংলা ডেস্ক

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৬ শিশুসহ অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছেন। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাতে এ বিমান হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে জানায়, শুক্রবার হামাসের রকেট হামলার জবাবে গাজায় এ হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল হামাসের একটি প্রশিক্ষণ কেন্দ্র ও অস্ত্রাগার।

ইসরায়েলের দাবি, শুক্রবার প্রথমে ইসরায়েলকে লক্ষ করে তিনটি রকেট হামলা চালানো হয়েছে। তবে ওই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর গত বৃহস্পতিবার থেকে জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা শহরে বিক্ষোভে নামে ফিলিস্তিনিরা। শুক্রবার ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ দিবসের ডাক দেয় তারা। এ দিকে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে এক ফিলিস্তিনি নিহত এবং প্রায় আট শতাধিক মানুষ আহত হয়েছে।

সারাবাংলা/ এমএইচটি/আইজেকে

গাজায় ইসরায়েলি বিমান হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর