Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিভিতে ‘গুজব মনিটরিং’য়ের আদেশ বাতিল


২৭ মার্চ ২০২০ ০৮:৫৭ | আপডেট: ২৭ মার্চ ২০২০ ০৯:১১

ঢাকা: টিভি চ্যানেলগুলোতে করোনাভাইরাস নিয়ে কোনো ধরনের গুজব বা অপপ্রচার চলছে কি না— সে বিষয়টি মনিটরিংয়ের আদেশ বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত আগের চিঠিতে ভুলভ্রান্তি থাকায় সেটি বাতিল করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নতুন আদেশে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে আগের আদেশটি বাতিল করতে নতুন আদেশ জারি করা হয় তথ্য মন্ত্রণালয়ের টিভি শাখা-২ থেকে। অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. মিজান-উল-আলমের সই করা এই আদেশে বলা হয়, অপপ্রচার-গুজব মনিটরিং করার জন্য জারি করা পত্রে ভুলভ্রান্তি থাকায় তা কর্তৃপক্ষের নির্দেশে বাতিল করা হলো।

বিজ্ঞাপন

আদেশে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রচার মাধ্যমে কোভিড-১৯ (করোনাভাইরাস) বিষয়ে কোনো গুজব বা ভুল তথ্য প্রচার করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রচার মাধ্যমকে সহায়তা করার জন্য তথ্য মন্ত্রণালয়ে একটি সেল গঠন করা হয়। সেলের দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয় আদেশে।

এর আগে, বুধবার (২৫ মার্চ) উপসচিব নাসরিন পারভীনের সই করা এক আদেশে ১৫ জন কর্মকর্তাকে বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়। ২৪ মার্চ অনুষ্ঠিত করোনাভাইরাসের সংক্রমণ প্রতিহতকরণে প্রচার-প্রচারণাসংক্রান্ত কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে আদেশটিতে জানানো হয়।

আদেশে বলা হয়, দায়িত্ব পাওয়া কর্মকর্তারা কোনো বেসরকারি টিভি চ্যানেলে করোনাভাইরাস সম্পর্কে অপপ্রচার কিংবা গুজব প্রচার করা হচ্ছে বলে চিহ্নিত করলে, সেই গুজব ও অপপ্রচার বন্ধের জন্য সঙ্গে সঙ্গে মন্ত্রণালয় কর্তৃপক্ষকে জানাবেন।

বিজ্ঞাপন

তবে টিভি চ্যানেল মনিটরিংয়ে এই সেল গঠনের খবর প্রকাশ পেলে তীব্র সমালোচনা তৈরি হয়। এক বিবৃতিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সভাপতি রেজওয়ানুল হক বলেন, তথ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত অনভিপ্রেত ও হতাশাজনক। আরও অনেকেই এর সমালোচনা করেন। সমালোচনার মুখে শেষ পর্যন্ত টিভিতে ‘গুজব’ মনিটরিংয়ের আদেশ বাতিল হলো।

গুজব মনিটরিং টিভি মনিটরিং টিভিতে অপপ্রচার তথ্য মন্ত্রণালয়

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর