Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে খালে ডুবে প্রাণ গেল দুই শিশুর


২৬ মার্চ ২০২০ ১৮:৫৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গোসল করতে গিয়ে খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) পৌনে ১২টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের কাঞ্চননগর বাজারের দক্ষিণে একটি খালে এই ঘটনা ঘটেছে।

মৃত দু’জন হলো- কাঞ্চননগর ইউনিয়নের বেড়াজালি চরপাড়ার মো. সরওয়ারের মেয়ে মায়া আক্তার (৫) ও এখলাছুর রহমানের মেয়ে আয়েশা আক্তার পুষ্পা (৫)।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আক্তার সারাবাংলাকে বলেন, ‘দুজন খালে গোসল করতে গিয়ে ডুবে যায়। ভেসে ওঠার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে। দুপুর দেড়টার দিকে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।’

গোসল দুই শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর