শরীরে জ্বর, দেশে নেমেই হাসপাতালে লন্ডন ফেরত দম্পতি
২৬ মার্চ ২০২০ ১৬:৫০ | আপডেট: ২৬ মার্চ ২০২০ ১৬:৫৩
সিলেট: শরীরে জ্বর থাকায় বিমানবন্দরে অবতরণের পর পরই হাসপাতালে পাঠানো হয়েছে লন্ডন ফেরত এক দম্পতিকে। এ ঘটনা ঘটেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে অবতরণের পর ওই দম্পতিতে শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় বিমানের একটি ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন লন্ডন ফেরত ওই দম্পতি। থার্মাল স্ক্যানারে পরীক্ষার সময় তাদের শরীরে অতিরিক্ত তাপমাত্রা ধরা পড়ে। এসময় বিমানবন্দরের মেডিকেল টিম তাদের বিমানবন্দর থেকে সরাসরি শহীদ শামসুদ্দিন হাসপাতালের কোয়ারেনটাইন ইউনিটে নিয়ে যায়।
জানতে চাইল সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল বলেন, শরীরে জ্বর থাকায় তাদের দু’জনকে হাসপাতাল কোয়ারেনটাইনে রাখা হয়েছে। আগামীকাল তাদের দু’জনের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।
পরীক্ষার ফল যাই আসুক না কেন, নিয়ম অনুযায়ী বিদেশ ফেরত এই দম্পতিকে ১৪ দিন কোয়ারেনটাইনে থাকতে হবে বলে জানান সিভিল সার্জন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কোয়ারেনটাইনে টপ নিউজ লন্ডন ফেরত দম্পতি শরীরে জ্বর শহীদ শামসুদ্দিন হাসপাতাল হাসপাতালে