Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোববার থেকে স্কুলের ক্লাস টেলিভিশনে


২৬ মার্চ ২০২০ ১৬:৪৮

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় টেলিভিশনের মাধ্যমে পাঠদান করবেন শিক্ষকরা।

রোববার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির এসব ক্লাস অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনাভাইরাসের কারণে প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। বন্ধের এই সময়ে শিক্ষার্থীদের বাড়িতে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এই সময় সংসদ টিভিতে শিক্ষকদের রেকর্ডিং করা ক্লাস প্রচার করা হবে।

টেলিভিশন রোববার সংসদ টিভি স্কুলের ক্লাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর