Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সার্কের জরুরি তহবিল মহাসচিবের অধীনে চায় পাকিস্তান


২৬ মার্চ ২০২০ ১৬:১৭

নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ মোকাবিলায় সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশনভুক্ত (সার্ক) দেশগুলোর জরুরি তহবিলে কোনো অর্থনৈতিক ভূমিকা না রেখেই, ওই জরুরি তহবিল যেনো সংস্থাটির মহাসচিবের অধীনে পরিচালিত হয় – এই দাবি তুলেছে পাকিস্তান। বুধবার (২৫ মার্চ) এ খবর জানিয়েছে দ্য হিন্দুস্থান টাইমস।

এর আগে, মঙ্গলবার (২৪ মার্চ) ওই তহবিলের ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ্‌ মাহমুদ কোরাইশি জানান, করোনাভাইরাস মোকাবিলার জরুরি তহবিল সার্ক মহাসচিবের অধীনে গঠিত হওয়া দরকার।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, মার্চের ১৫ তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সার্কের নেতাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে ১৮.৮ মিলিয়ন ডলারের এই জরুরি তহবিল গঠন করেন। প্রাথমিকভাবে, ওই তহবিলে ১০ মিলিয়ন ডলার দেয় ভারত।

উল্লেখ করা যায় যে, সার্কের বর্তমান মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রীলংকার স্বনামধন্য কূটনীতিক এসালা রুয়ান বীরাকুন। তিনি পাকিস্তানের আমজাদ হুসাইন শিয়ালের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

কোভিড-১৯ জরুরি তহবিল নভেল করোনাভাইরাস সার্ক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর