Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, এক পরিবারের ৩ জন দগ্ধ


২৬ মার্চ ২০২০ ১৬:২০

ঢাকা: গাজীপুরের কাশিমপুরে একটি বাসায় গ্যাসের চুলা জ্বালানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন শ্রী নির্মল চন্দ্র সরকার (৪৫), তার স্ত্রী শ্রী চায়না চন্দ্র সরকার (৩৮) ও ছেলে শ্রী নিপু চন্দ্র সরকার (১৩)। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ চায়নার বড় ভাই শ্রী পরিতোষ চন্দ্র সরকার জানান, তার বোন পরিবার নিয়ে কাশিমপুর ইউসুফ মার্কেটের পাশে একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকেন। চায়না একটি গার্মেন্টে চাকরি করেন। আর তার স্বামীর টেইলার্সের দোকান রয়েছে। তার ছেলে পড়ালেখা করে।

দগ্ধ চায়না জানান, ভোরে তিনি রান্নার জন্য রান্নাঘরে গ্যাস লাইটার জ্বালান। সঙ্গে সঙ্গে গ্যাস লাইটারটি বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তারা তিনজনই দগ্ধ হন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, তিনজনের অবস্থা আশঙ্কাজনক। চায়নার শরীরে ৯৫ শতাংশ, নির্মলের ১০০ শতাংশ ও নিপুর ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে।

গ্যাসের চুলা ঢাকা মেডিকেল বার্ন ইউনিট বিস্ফোরণ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর