Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের পাশে আছি: যুক্তরাষ্ট্র


২৬ মার্চ ২০২০ ১৫:৫৫ | আপডেট: ২৬ মার্চ ২০২০ ১৬:২২

ঢাকা: স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগনের প্রতি শুভেচ্ছা জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন যে দুইদেশের বন্ধনকে আরও জোরদার ও নিবিড় করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের পাশে সবসময়েই রয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বার্তায় বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার ও আমেরিকার জনগণের পক্ষ থেকে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আমি বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা পাঠাচ্ছি, যখন আপনারা ২০২১ সালের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিগত ৪৯ বছরে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বিস্তৃত পরিসরে পরস্পর-সংযুক্ত টেকসই অর্থনৈতিক উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তিরক্ষা কাজে প্রগাঢ় বন্ধুত্ব এবং নিবিড় সহযোগিতা উপভোগ করেছে।’

দুইদেশের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘আমাদের উভয় দেশের জনগণের বন্ধনকে আরও জোরদার ও নিবিড় করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের বাণিজ্যিক সমৃদ্ধির প্রচেষ্টা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার অঙ্গীকারকে যুক্তরাষ্ট্র সহায়তা প্রদান অব্যাহত রাখবে। বাংলাদেশ যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড ১৯ এর চ্যালেঞ্জ মোকাবিলা করছে তখন আমরা আমাদের বন্ধু ও সহযোগী রাষ্ট্র বাংলাদেশের পাশে আছি।’

তিনি আরো বলেন, ‘এই বিশেষ ক্ষণে, গুরুত্বপূর্ণ এই দিনটি উদযাপন করায় আমি সকল বাংলাদেশীকে অভিবাদন জানাই।’

বিজ্ঞাপন

করোনাভাইরাস বাংলাদেশ মাইক পম্পেও যুক্তরাষ্ট্র সহায়তা স্বাধীনতা দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর