Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা শনাক্তের ১০ হাজার কিট চীন থেকে আসছে বিকেলে


২৬ মার্চ ২০২০ ১৪:৩০ | আপডেট: ২৬ মার্চ ২০২০ ১৫:৫১

ঢাকা: চীনের কুনমিং থেকে ১০ হাজার করোনাভাইরাস শনাক্তকরণ কিট আসছে দেশে। বিশেষ উড়োজাহাজে করে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে কিটগুলো ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। একই ফ্লাইটে করে চিকিৎসকদের জন্য ১০ হাজার পিস পারসোনাল প্রোটেক্টিভ ইনস্ট্রুমেন্ট (পিপিআই) এবং ১ হাজার ইনফ্রারেড থার্মোমিটারও ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

কুনমিংয়ের ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে করোনাভাইরাস সম্পর্কেত উপকরণগুলো গ্রহণ করবেন। পরে তিনি সেগুলো বাংলাদেশ কর্তৃপক্ষকে হস্তান্তর করবেন।

বিজ্ঞাপন

চীনের ঢাকা মিশনের মিনিস্টার কাউন্সেলর ও উপপ্রধান হুয়ালং ইয়ান বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বার্তায় জানান, করোনাভাইরাস মোকাবিলায় শনাক্তকরণ কিটসহ স্বাস্থ্য সরঞ্জাম নিয়ে বিশেষ বিমানটি বৃস্পতিবার বিকেল ৪টায় বিমানবন্দরে পৌঁছাবে। রাষ্ট্রদূত নিজে উপস্থিত হয়ে এই উপকরণ গ্রহণ করবেন। বাংলাদেশের জনগণের পাশে চীন রয়েছে।

এর আগে, করোনাভাইরাস শনাক্ত করার জন্য বাংলাদেশকে ৫০০ কিট দিয়েছিল চীন।

করোনাভাইরাস চীনের কুনমিং টপ নিউজ রাষ্ট্রদূত লি জিমিং শনাক্তকরণ কিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর