আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধের সময় বাড়ালো বিমান
২৬ মার্চ ২০২০ ১৩:৫০
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া আন্তর্জাতিক রুটের ফ্লাইট আরও কয়েকদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান।
বৃহস্পতিবার (২৬) মার্চ) দুপুরে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের ডিজিএম তাহেরা খন্দকার।
তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশ বিমানের ঢাকা-লন্ডন-সিলেট-ঢাকা ও ঢাকা-ম্যানচেস্টার-সিলেট-ঢাকা রুটের ফ্লাইট দুটি চালু রয়েছে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী জেদ্দা, মদিনা, রিয়াদ, দাম্মাম, কুয়েত, দোহা, মাস্কাট এবং ব্যাংকক রুটের ফ্লাইট ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।’
তাহেরা খন্দকার আরও বলেন, ‘দুবাই ১ এপ্রিল থেকে ৯ এপ্রিল, আবুধাবি ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল, কাঠমান্ডু ১ এপ্রিল থেকে ১২ এপ্রিল, কলকাতা-দিল্লি ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল, মালয়েশিয়া ১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল এবং সিঙ্গাপুরে সকল ফ্লাইট ১ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা ছিলো ফ্লাইটগুলো।’
অপরদিকে অভ্যন্তরীণ সকল রুটে ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল ফ্লাইট বন্ধ রেখেছে বাংলাদেশ বিমান।
সারাবাংলা/এসজে/এমআই