Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোয়ারেনটাইনে ঢামেক হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান


২৬ মার্চ ২০২০ ১৩:২৪

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান হোম কোয়ারেনটাইনে আছেন গত ১০ দিন ধরে। তার কোয়ারেনটাইনে থাকার বিষয়টি নিশ্চিত করেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

অধ্যক্ষ জানান, গত ১৬ মার্চ তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রাইভেট চেম্বারে এক বয়স্ক রোগীকে দেখেন। রোগীটি নিউমোনিয়ায় ভুগছিলেন। এর দুদিন পর সামান্য জ্বর অনুভব করেন।

অধ্যক্ষ বলেন, ‘পরে জানতে পারি, ওই রোগীটি কোভিড-১৯ পজেটিভ এবং সে ভেন্টিলেটরে আছেন। তারপর থেক চিকিৎসব হোম কোয়ারান্টাইনে আছেন।

তিনি আরও বলেন, ‘এভাবে যদি কেউ বিদেশ থেকে থেকে তথ্য গোপন করে চিকিৎসা নিতে আসে। আর এই সমস্যা চিকিৎসক-নার্সদের পোহাতে হয়। আর চিকিৎসক, নার্সরা যদি হোম কোয়ারেনটাইনে যায়। তাহলে রোগীদের চিকিৎসা দেবে কারা।’

সারাবাংলা/এসএসআর/এমআই

করোনা কোয়ারেনটাইন ঢামেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর