Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাইভেট পড়ানোয় শিক্ষককে ৪০ হাজার টাকা জরিমানা


২৬ মার্চ ২০২০ ০২:০৩

নওগাঁ: নওগাঁর বদলগাছীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ২০ জন ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়ানোর দায়ে মোজাফর হোসেন নামের এক মাদ্রাসা শিক্ষককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মোজাফর হোসেন চাংলা জে. এম বহুমুখী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে নিষেধাজ্ঞা সত্ত্বেও বুধবার (২৫ মার্চ) ওই মাদ্রাসার শিক্ষক শ্রেণিকক্ষে নিয়মিত প্রাইভেট পড়াচ্ছিলেন। খবর পেয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম বুধবার বেলা ১২টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষককে জরিমানা করেন।

বিজ্ঞাপন

সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহারুল ইসলাম বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইভেট ও কোচিং বন্ধ ঘোষণা করেছে। কিন্তু মোজাফর হোসেন ২০ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে প্রাইভেট পড়াচ্ছিলেন। তাই তাকে দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

করোনাভাইরাস নওগাঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর