Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২


২৬ মার্চ ২০২০ ০১:২৪ | আপডেট: ২৬ মার্চ ২০২০ ০১:২৫

বগুড়া: বগুড়ার শাজাহানপুরে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাজাহানপুর উপজেলার সাজাপুর বেলপুকুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে হাসান (২৫) ও একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে আল ইমরান ওরফে আল আমিন (২৭)। নিহতরা শাজাহানপুর থেকে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, বুধবার রাত পৌনে ৮টার দিকে শাজাহানপুরগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দুর্ঘটনা বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর