Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎকদের পিপিই দিলো বিএসটিআই


২৫ মার্চ ২০২০ ২৩:৫৭ | আপডেট: ২৫ মার্চ ২০২০ ২৩:৫৮

ঢাকা: চিকিৎসকদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছে দেশের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। বুধবার (২৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসটিআই এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈশ্বিক মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলার অংশ হিসেবে বিএসটিআই এর মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের কাছে চিকিৎসকদের ব্যবহারের জন্য পিপিই হস্তান্তর করেছেন।’

বিজ্ঞাপন

বিএসটিআই মহাপরিচালক বলেন, ‘আমাদের উচিত এ দুর্যোগ মোকাবিলায় সবাই একসঙ্গে কাজ করা। একসঙ্গে কাজ করলে আমরা এ পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবো।’

তবে বিজ্ঞপ্তিতে পিপিই’র সংখ্যা উল্লেখ করা হয়নি।

করোনাভাইরাসের সবশেষ তথ্য দেখুন- করোনা: লাইভ আপডেট

আরও পড়ুন- পিপিই এখনও তেমন প্রয়োজন নেই: স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনায় নতুন আক্রান্ত নেই, আরও ১ জনের মৃত্যু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাড়ে ১২ হাজার সেট পিপিই বিতরণ

করোনাভাইরাস বিএসটিআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর