‘করোনা রোগীদের জন্য প্রতিটি জেলায় একটি করে অ্যাম্বুলেন্স’
২৫ মার্চ ২০২০ ২৩:২৬ | আপডেট: ২৬ মার্চ ২০২০ ০২:৪৮
ঢাকা: শুধুমাত্র করোনা আক্রান্ত রোগী বহন করার জন্য প্রত্যেক জেলায় একটি করে অ্যাম্বুলেন্স নিয়োজিত থাকবে। এই ক্রান্তিলগ্নে আমরা সেবা দেওয়া থেকে পিছপা হলে জাতির কাছে অন্যরকম একটি বার্তা যাবে।
বুধবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতরে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) কাছ থেকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) সামগ্রী গ্রহণ বিষয়ক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন ।
করোনাভাইরাসের সবশেষ তথ্য দেখুন- করোনা: লাইভ আপডেট
বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি প্রাইভেট হাসপাতালগুলোকে বলবো— কোনও রোগী গেলে যেন ফেরত না দেওয়া হয়। চিকিৎসক ও নার্সদের বলবো— আপনারা সেবা থেকে পিছপা হবেন না। তবে যথাযথ সুরক্ষা নিয়ে সেবা দেবেন। আমরা চাই, যেসব বেসরকারি বড় বড় হাসপাতাল আছে, তারা আইসোলেশন ওয়ার্ড তৈরি করবে। তাদের এই সক্ষমতা আছে।
করোনাভাইরাসের বিস্তার রোধে কোয়ারেনটাইনে থাকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আপনারা জানেন চীন কীভাবে করোনা মোকাবিলা করেছে। তারা প্রায় ৫ কোটি মানুষকে কোয়ারেনটাইন করেছে। আজকে আমাদের দেশও মোটামুটি ১০ দিনের কোয়ারেনটাইনে যাচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। সেনাবাহিনী মাঠে নেমেছে, মাঠে পুলিশ আছে। আমি আহ্বান করবো, প্রত্যেকে ঘরে থাকবেন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। এই যে ছুটি ঘোষণা করা হয়েছে, এই ছুটি ঘুরে বেড়ানোর জন্য নয়। ছুটির উদ্দেশ্য হল— সবাই যেন বাড়িতে থাকে।
জরুরী প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস খুবই সংক্রামক। এর থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে নিরাপদে থাকতে হবে। যার যার বাড়িতে থাকলে সুফল পাওয়া যাবে। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কেউ বের হবেন না।
আরও পড়ুন- ‘বিচ্ছিন্নভাবে নয়, দুটি হটলাইন নম্বরেই যোগাযোগ করুন’
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি জেলায় ৫টি করে হটলাইন চালু করা হচ্ছে। এতে আমাদের এই হটলাইনের সংখ্যা হবে ৩৫০টি। এখন স্বাস্থ্য অধিদফতরে ১৭টি হটলাইন ৫৭টিতে উন্নীত করা হলো। আমরা একটি ল্যাবে কাজ করছিলাম। এখন ১০টি ল্যাব বিভিন্ন মেডিক্যাল কলেজে, প্রতিষ্ঠানে স্থাপন করছি। অল্প দিনের মধ্যে এই ল্যাবগুলো চালু হয়ে যাবে।
এছাড়াও সাধারণ ছুটির ১০ দিন স্বাস্থ্য মন্ত্রণালয় খোলা থাকবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানঅ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- পিপিই এখনও তেমন প্রয়োজন নেই: স্বাস্থ্যমন্ত্রী
দেশে করোনায় নতুন আক্রান্ত নেই, আরও ১ জনের মৃত্যু
করোনা করোনাভাইরাস জাহিদ মালেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়