‘বাড়তি পণ্য কিনবেন না, পর্যাপ্ত খাদ্য মজুত আছে’
২৫ মার্চ ২০২০ ১৯:৪১ | আপডেট: ২৫ মার্চ ২০২০ ২০:৫৪
ঢাকা: করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের বিস্তারের এই সময়ে সবাইকে সহনশীল ও সংবেদনশীল থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে উল্লেখ করে বাড়তি পণ্য না কেনারও আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এসময় করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়লেও বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির কারণে এই ভাইরাস থেকে দ্রুত পরিত্রাণ মিলবে বলেও আশাবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, যুগে যুগে জাতীয় জীবনে নানা সংকটময় মুহূর্ত এসেছে। জনগণের সম্মিলিত শক্তির বলেই সেসব দুর্যোগ থেকে মানুষ পরিত্রাণ পেয়েছে। এর আগে প্লেগ, গুটি বসন্ত, কলেরার মতো মহামারি মানুষ প্রতিরোধ করেছে।
তিনি বলেন, ওই সব মহামারির সময় বিশ্ব এখনকার ঘনিষ্ঠভাবে সংযুক্ত ছিল না। এত বিপুলসংখ্যক মানুষ তখন একদেশ থেকে অন্য দেশে বা একস্থান থেকে অন্যস্থানে যাতায়াত করত না। এ কারণে করোনাভাইরাস দ্রুততম সময়ে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। তবে বিজ্ঞান-প্রযুক্তিরও অনেক উন্নতি হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নিশ্চয়ই বিশ্ববাসী এ দুর্যোগ থেকে দ্রুত পরিত্রাণ পাবে।
করোনাভাইরাস সংকটের সময় সবাইকে সংবেদনশীল থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই। দেশের অভ্যন্তরে ও বাইরের সঙ্গে সরবরাহ চেইন অটুট রয়েছে। অযৌক্তিকভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াবেন না। জনগণের দুর্ভোগ বাড়াবেন না। সর্বত্র বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
বর্তমানে করোনাভাইরাস ঘিরে গোটা বিশ্বই অনিশ্চিয়তার মধ্যে দিয়ে চলছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, তবে যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের সরকার প্রস্তুত রয়েছে। আমরা জনগণের সরকার। সবসময়ই আমরা জনগণের পাশে আছি। আমি নিজে সব্সময় পরিস্থিতির ওপর নজর রাখছি।
বাড়তি পণ্য কেনা বা পণ্য মজুত না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের এখন কৃচ্ছতা সাধানের সময়। যতটুকু না হলে নয়, তার অতিরিক্ত কোনো ভোগ্যপণ্য কিনবেন না। মজুত করবেন না। সীমিত আয়ের মানুষকে কেনার সুযোগ দিন।
তিনি বলেন, আমরা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এ বছর রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। সরকারি গুদামগুলোতে ১৭ লাখ মেট্রিক টনের বেশি খাদ্যশস্যের মজুত রয়েছে। এছাড়া বেসরকারি মিল মালিকদের কাছে এবং কৃষকদের ঘরে প্রচুর পরিমাণ খাদ্যশস্য মজুত আছে। চলতি মৌসুমে আলু-পেঁয়াজ-মরিচ-গমের বাম্পার ফলন হয়েছে।
আরও বেশি চাষাবাদে উৎসাহিত করে শেখ হাসিনা বলেন, কৃষক ভাইদের প্রতি অনুরোধ, কোনো জমি ফেলে রাখবেন না। আরও বেশি বেশি ফসল ফলান।
খাদ্য মজুত জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়তি পণ্য