Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০ হাজার সার্জিক্যাল মাস্ক, ১৫ হাজার হেড কভার সহায়তা ভারতের


২৫ মার্চ ২০২০ ১৪:৩৯

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাস মোকাবিলায় ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড কাভার সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে এই সহায়তা সামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে।

ঢাকার ভারতীয় মিশন থেকে বুধবার (২৫ মার্চ) এক বার্তায় জানানো হয়, করোনাভাইরাস বিস্তার রোধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। ভারতের ‘প্রতিবেশি প্রথমে’ নীতির অংশ হিসেবে এবং কোভিড-১৯-এর বিস্তার রোধে একটি সমন্বিত আঞ্চলিক উদ্যোগ নিতে গত ১৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য সার্ক নেতৃবৃন্দ একটি ভিডিও সম্মেলন করেন।

এই অঞ্চলের প্রতি প্রতিশ্রুতি বাস্তবায়নে ভারত ২৫ মার্চ বাংলাদেশকে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড কাভার সহায়তা হিসেবে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেছে।

বার্তায় আরও জানানো হয়, হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে এই সহায়তা হস্তান্তর করেন। এসকল সামগ্রী কোভিড-১৯-এর বিস্তার মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সহায়ক হবে।

এছাড়া জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা অনুসারে প্রাথমিকভাবে ভারতের ১ কোটি মার্কিন ডলার সহায়তা নিয়ে কোভিড-১৯ জরুরি তহবিল গঠিত হয়। পরবর্তীতে, বাংলাদেশ সরকারসহ সার্কের বিভিন্ন দেশ কোভিড-১৯ জরুরি তহবিলে অবদান রেখেছে। সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের সেরা অনুশীলনগুলো বিনিময়ের জন্য ভারত ও বাংলাদেশের ডাক্তার এবং অন্যান্য অংশীদারদের মধ্যে ভিডিও সম্মেলন পরিচালনা করার প্রস্তুতিও চলছে।

বিজ্ঞাপন

বার্তায় আশা প্রকাশ করে জানান হয়, বন্ধু ও প্রতিবেশি হিসেবে প্রতিকূল সময়ে ভারত বাংলাদেশের পাশে দাঁড়াতে প্রস্তুত। ভারত, বাংলাদেশ এবং অন্যান্য সার্ক দেশ ঐক্যবদ্ধভাবে কোভিড-১৯ সংক্রমণে সৃষ্ট পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে।

সারাবাংলা/জেআইএল/এমআই

৩০ হাজার ভারত সহায়তা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর