মুক্তির আদেশ হাসপাতালে, প্রক্রিয়া চলছে দ্রুত গতিতে
২৫ মার্চ ২০২০ ১৪:০৮ | আপডেট: ২৫ মার্চ ২০২০ ১৬:২৬
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিতে যাবতীয় প্রক্রিয়া শেষ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিছুক্ষণের মধ্যে খালেদা জিয়া মুক্তি পাবেন বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, খালেদা জিয়ার মুক্তি সংক্রান্ত সরকারি আদেশে সচিব স্বাক্ষর করেছেন। দুই শর্তে ছোট ভাইয়ের জিম্মায় খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে।
শর্ত দুটি হলো খালেদা জিয়াকে বাসায় চিকিৎসা নিতে হবে। আরেকটি শর্ত হলো তিনি বিদেশে যেতে পারবেন না।
ফৌজদারি কার্যবিধি আইনের ৪০১ ধারার উপধারা-১ অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে দুই শর্তে ছয় মাসের জন্য মুক্তির সিদ্ধান্ত নেয় সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) সংবাদ সম্মেলন করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এ তথ্য জানান।
বর্তমানে খালেদা জিয়া কারা অধিদফতরের হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালত ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। সেদিনই তাকে কারাগারে নেওয়া হয়। সেই থেকে তিনি কারাবন্দি।
এ মামলায় হাইকোর্ট ২০১৮ সালের ৩০ অক্টোবর এক রায়ে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করেছেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে করা আপিল আপিল বিভাগে বিচারাধীন।
এ ছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর খালেদা জিয়াকে ৭ বছর কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত।
এরপর এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। এই আপিল হাইকোর্টে বিচারাধীন।
আরও পড়ুন
আনুষ্ঠানিকতা শেষ হলেই খালেদা জিয়ার মুক্তি: কাদের
খালেদা জিয়ার জন্য প্রস্তুত ‘ফিরোজা’!
‘হাসপাতাল ও খালেদা জিয়ার বাসার সামনে ভিড় না করার আহ্বান’
খালেদা জিয়ার মুক্তি: পুরো বিষয়টি জেনে প্রতিক্রিয়া— মির্জা ফখরুল
৬ মাসের জন্য মুক্তি খালেদা জিয়ার, থাকতে হবে বাসায়
করোনার ঝুঁকি থাকায় খালেদা জিয়ার মুক্তি দাবি
সকালে খালেদা জিয়ার জামিন, বিকেলে প্রত্যাহার
নড়াইলের মানহানির মামলায় স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া