মার্কিন প্রণোদনা প্যাকেজ ঘোষণা, ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার বাজার
২৫ মার্চ ২০২০ ১৩:১৯ | আপডেট: ২৫ মার্চ ২০২০ ১৩:৪০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির সিনেট সংকটকালীন অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজ হিসেবে ১.৮ ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ত্রাণ তহবিল ছাড় করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছানোর পরই ঘুরে দাঁড়িয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় শেয়ার বাজারগুলো। বুধবার (২৫ মার্চ) এ খবর জানিয়েছে বিবিসি।
এদিকে, ওই তহবিল অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গেসঙ্গেই ওয়ালস্ট্রিট ও লন্ডনের শেয়ারবাজারে এর প্রভাব দেখা গেছে। পড়তে থাকা শেয়ার সূচকগুলো হঠাৎ উর্ধ্বমুখী হয়েছে।
এছাড়াও, এশিয়ার শীর্ষস্থানীয় নিক্কেই স্টক এক্সেচেঞ্জে বুধবার (২৫ মার্চ) ২২৫ সূচকে ৭.৯ শতাংশ পর্যন্ত শেয়ারের মূল্যবৃদ্ধি হয়েছে। হংকংয়ের হ্যাং সেং শেয়ার এক্সচেঞ্জে মূল্যবৃদ্ধি হয়েছে ৩.১ শতাংশ, চীনের সাংহাই কম্পোজিটে শেয়ারের মূল্যবৃদ্ধি হয়েছে ২ শতাংশ পর্যন্ত বলে জানিয়েছে বিবিসি।
অন্যদিকে, শুধুমাত্র শেয়ারবাজারই নয় এই সংকটের মুখে যে সকল প্রতিষ্ঠান বেইলআউট হয়ে গেছে তাদেরকে পুনরায় বাজারে ফিরিয়ে আনার কাজেও ব্যবহার করা হবে এই মার্কিন প্রণোদনা প্যাকেজ।
এ ব্যাপারে তহবিল ব্যবস্থাপনা সংস্থা ফিল্ডেলিটি ইন্টারন্যাশনালের বিনিয়োগ শাখার পরিচালক টম স্টিভেনসন জানিয়েছেন, নিঃসন্দেহে অর্থনীতির জন্য খুব ভালো সংবাদ, কিন্তু আমাদের মনে রাখতে হবে দুঃসময় এখনও কাটেনি।
তিনি আরও বলেন, বিশ্ব পরিস্থিতির প্রভাব বাজারের ওপর পড়বেই। তাই পড়তে থাকা বাজারের ওপর বড় বড় প্রণোদনা র্যালি দেখে বিমোহিত হওয়ার কিছু নেই। যে কোনো মুহুর্তেই বাজার বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে।