বাজার ব্যবস্থা ও আমদানি রফতানি পর্যবেক্ষণে নিয়ন্ত্রণ কক্ষ চালু
২৫ মার্চ ২০২০ ০৩:৫২ | আপডেট: ২৫ মার্চ ২০২০ ০৩:৫৩
ঢাকা: বিশ্বব্যাপী করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব বিবেচনায় বাজার ব্যবস্থা পর্যবেক্ষণ ও আমদানি-রফতানি বিষয়ে তথ্য সরবরাহে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ সচিবালয়ের ৩ নম্বর ভবনের ২৩ নম্বর কক্ষে এ নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর-০২-৯৫৪৫৮৫৩।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা মো: আব্দুল লতিফ বকসী বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিয়ন্ত্রণ কক্ষে যে কোন প্রয়োজনে টেলিফোনে যোগাযোগ করা যাবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত যোগাযোগ করা যাবে। সাপ্তাহিক ছুটির দিন শুক্র-শনিবারসহ আগামী ২৯ মার্চ পর্যন্ত এটি খোলা থাকবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিগণ পালাক্রমে এ নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।