Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে ২১ দিনের লকডাউন, লক্ষ্মণ রেখা পার না হওয়ার আহ্বান মোদির


২৪ মার্চ ২০২০ ২১:২১ | আপডেট: ২৫ মার্চ ২০২০ ০৩:২১

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবার ২১ দিন লকডাউনের ঘোষণা দিল ভারত। এ সময় কেউ জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারবেন না। ২১ দিন কার্যত সব ধরণের কর্মকাণ্ড থেকে বিরত থাকবে গোটা ভারত।

মঙ্গলবার (২৪ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণে এ ঘোষণা দেন। তিনি বলেন, আগামী ২১ দিন বাড়ি থেকে বের হওয়ার কথা ভুলে যান। আপনি যদি লক্ষ্মণ রেখা অতিক্রম করেন, তবে জেনে রাখুন আপনি ভাইরাসকে বাড়িতে আমন্ত্রণ জানালেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী মোদি তার বক্তব্যে জানান, মঙ্গলবার (২৪ মার্চ) মাঝরাত থেকে এ লকডাউন কার্যকর হবে।

লকডাউন কার্যকর করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে নরেন্দ্র মোদি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে অনুরোধ করছি, এই তিন সপ্তাহ বাইরের জীবন ভুলে যান।

ভারতে এ পর্যন্ত ৫১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ১০ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।

উল্লেখ্য দেশটিতে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভাইরাসটির বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সেদেশের সরকার। এর আগে বিশেষ কয়েকটি ক্যাটাগরি ছাড়া সব রকমের ভিসা স্থগিত করে ভারত। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ৩১ মার্চ পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলও বন্ধ করা হয়।

আরও পড়ুন- সৌদি আরবে সব ধরনের যান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত

কোভিড-১৯: একদিনে ১২শ প্রাণহানি ইতালি-স্পেনে

সৌদি আরবে ২১ দিনের কারফিউ জারি

মিয়ানমারে দুজন কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত

চীনে এবার হন্তা ভাইরাসে একজনের মৃত্যু

করোনাভাইরাস নরেন্দ্র মোদি ভারত লকডাউন