Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্টসহ সব আদালতে সাধারণ ছুটি ঘোষণা


২৪ মার্চ ২০২০ ১৮:৩৭

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: করোনারভাইরাসের কারণে আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টসহ দেশের সব অধস্তন আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯)-এর সংক্রমণ মোকাবিলা এবং এর বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। জন প্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির ধারাবাহিকতায় আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও সকল অধস্তন আদালতসমুহে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

উল্লেখ্য গতকাল সোমবার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান বিচারপতির কাছে অভিমত দেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক। তার আগে রোববার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও পরে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সাক্ষাত করেন।

আইনমন্ত্রীর সাক্ষাতের পরেই জরুরি বিষয় ছাড়া অধস্তন আদালতসমূহে জামিন/অস্থায়ী নিষেধাজ্ঞা ও অন্যান্য জরুরি বিষয় ব্যতিত অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবি রাখার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সারাবাংলা/এজেডকে/এমআই

করোনাভাইরাস কোর্ট বন্‌ধ