Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় হোম কোয়ারেনটাইনে ৯৭৫, ছাড়পত্র পেয়েছে ২৯৯


২৪ মার্চ ২০২০ ১৬:৪৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নওগাঁ: গত ২৪ ঘণ্টায় নওগাঁয় নতুন কাউকে হোম কোয়ারেনটাইনে পাঠানো না হলেও ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ার পর ১৩৮ জনকে মুক্ত করা হয়েছে হোম কোয়ারেনটাইন থেকে।

নওগাঁর সিভিল সার্জন ডা. আ ম আখতারুজ্জামান জানান, শুরু থেকে এ পর্যন্ত নওগাঁ জেলার মোট ১ হাজার ২ শ ৭৪ জনকে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ২৯৯ জনের ১৪ দিন পূর্ণ হওয়ায় কোয়ারেনটাইন থেকে মুক্তি দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়া কারও শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি।

তিনি আরও জানান এখন পর্যন্ত জেলার ১১টি উপজেলায় মোট ৯৭৫ জন হোম কোয়ারেনটাইনে আছেন।

জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে নওগাঁ জেলায় সচেতনতার ওপর ব্যপক গুরুত্ব দেওয়া হয়েছে। জেলার সাপ্তাহিক হাট-বাজারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সকলকে জনসমাগম এড়িয়ে চলতে প্রচার চালানো হচ্ছে।‘

সারাবাংলা/এমআই

কোয়ারেনটাইন নওগাঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর