উহানের লকডাউন শিথিল, আজ রাতে উঠছে ভ্রমণ নিষেধাজ্ঞা!
২৪ মার্চ ২০২০ ১৬:২৩ | আপডেট: ২৪ মার্চ ২০২০ ১৬:৩৭
করোনাভাইরাসের বিরুদ্ধে প্রায় তিন মাস লড়াইয়ের পর উহানের লকডাউন অনেকটাই শিথিল করছে চীন। আর দুই সপ্তাহের মধ্যেই লকডাউন পুরোপুরি প্রত্যাহার করা হবে।
হুবই প্রদেশের এ শহর থেকেই গত বছরের ডিসেম্বরের শেষ নাগাদ কোভিড-১৯ ভাইরাসটির প্রাদুর্ভাব ঘটে। মধ্য জানুয়ারি থেকে চীন সরকার সম্পূর্ণ লকডাউন করে উহান শহরটি। এতে করোনাভাইরাসের সংক্রমণ চীনের অন্যান্য প্রদেশে ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়েনি। তবে উহান শহর যে প্রদেশে অবস্থিত সেই হুবই প্রদেশটিতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। সেসময় হুবই প্রদেশটিতে সব ধরণের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এক সপ্তাহ ধরে উহানে নতুন করে কোন আক্রান্তের ঘটনা ঘটেনি। ফলে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে চীন। তবে লকডাউন পুরোপুরি উঠিয়ে নিতে এখনও অন্তত দুই সপ্তাহ অপেক্ষা করবে চীন।
লকডাউন শিথিল করার অংশ হিসেবে মঙ্গলবার (২৪ মার্চ) রাত থেকে উহানে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নিচ্ছে চীন। তবে শহরটি থেকে কোন নাগরিক বের হতে চাইলে তাকে কয়েক দফা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। কেউ শারীরিকভাবে সুস্থ হলেই কেবল ভ্রমণ করতে পারবেন। এর আগে হুবই প্রদেশের স্থানীয় সরকারের কাছ থেকে একটি কিউআর কোড নিতে হবে তাকে। ওই কোডটি স্ক্যান করে তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি না তা জানতে পারবেন টহলরত ট্রাফিক পুলিশ সদস্যরা। সাউথ চায়না মর্নিং এর খবরে এসব তথ্য জানা গেছে।
এদিকে, উৎপত্তিস্থলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শূন্যের কাছাকাছি নেমে এলেও বিশ্বের অন্যান্য দেশে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। ইতালি, ইরান ও স্পেনে ব্যাপক মৃত্যুর ঘটনা ঘটছে। সবশেষ তথ্য অনুযায়ী ইতালিতে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে যা খুদ চীনে মৃতের সংখ্যার চেয়েও বেশি। উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এ পর্যন্ত ৩ হাজার ২৭৭ জনের মৃত্যু হয়েছে।