Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা


২৪ মার্চ ২০২০ ১৪:২৪ | আপডেট: ২৪ মার্চ ২০২০ ১৭:৪৯

মানিকগঞ্জ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরের পর এ ঘোষণা দেওয়া হয়।

তবে পাটুরিয়া ঘাটে দুপুর পর্যন্ত পারাপারের অপেক্ষায় শতাধিক যানবাহন আটকে থাকায় সেগুলো পারাপার শেষ হওয়ার পরপরই ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন বিআইডাব্লিউটিসি আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান। তবে জরুরি পণ্যবাহী নৌযান চলাচল স্বাভাবিক থাকবে।

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, করোনা প্রতিরোধের জন্য কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি, লঞ্চসহ সব প্রকার নৌযান চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তবে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় হয়েছে। সেগুলো পার হওয়ার পারাপার হওয়ার পরই বন্ধ রাখা হবে নৌ চলাচল। তবে জরুরি পণ্যবাহী নৌযান চলাচল স্বাভাবিক থাকবে।

দৌলতদিয়া ফেরি ঘাট পাটুরিয়া লঞ্চ চলাচল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর