Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেলের পূর্বাঞ্চলে ১০৮টি ট্রেন বন্ধ


২৪ মার্চ ২০২০ ১৩:০৯

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় আন্তঃনগর ছাড়া সবধরনের ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আন্তঃনগর বাদে অভ্যন্তরীণ মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাসির উদ্দিন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে পূর্বাঞ্চলের ১০৮টি ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। এই ট্রেনগুলো পূর্বাঞ্চলের ২৩ রুটে চলাচল করত। ১০৮টির মধ্যে মেইল ট্রেন ৩৪টি, কমিউটার ২০টি এবং লোকাল ট্রেন ৫৪টি।

বিজ্ঞাপন

বন্ধ হওয়া এসব ট্রেনের মধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম, চাঁদপুর, সিলেট, ময়মনসিংহ, বঙ্গবন্ধু সেতু, নারায়ণগঞ্জ, আখাউড়া এবং চট্টগ্রাম থেকে দোহাজারি, নাজিরহাট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটের ট্রেন আছে।

তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না আসা পর্যন্ত আন্তঃনগর ট্রেন চলবে বলে মহাব্যবস্থাপক জানান।

ট্রেন বন্‌ধ রেলের পূর্বাঞ্চল