Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় সারাবিশ্বে আক্রান্ত ৩ লাখ ৮১ হাজার, মৃত্যু ১৬৫৫৩ জনের


২৪ মার্চ ২০২০ ১০:১৮ | আপডেট: ২৪ মার্চ ২০২০ ১২:৫৭

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বের ১৯৫ দেশে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ এ মঙ্গলবার (২৪ মার্চ) পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা তিন লাখ ৮১ হাজার ৫২১ জন। এই রোগে আক্রান্ত হয়ে ইতোমধ্যে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫৫৩ জনের। চিকিৎসা নিয়ে সেরে উঠে নিয়মিত জীবনে ফিরে গেছেন এক লাখ দুই হাজার ৪২৯ জন।

এদিকে, চীনের মূল ভূখন্ডে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে ৭ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৭৮ জন। যুক্তরাষ্ট্রে মোট ৪৬ হাজার ১৪৫ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৪১১ জন এবং ওই একই সময়ে মৃত্যু হয়েছে ২৯ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮২।

বিজ্ঞাপন

এর আগে, নভেল করোনাভাইরাস সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছিল ইতালিতে। গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে কেউ আক্রান্ত হয়নি এবং মৃতের ঘটনাও ঘটেনি।
অন্যদিকে, দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৭৬ জন, মৃত্যু হয়েছে ৯ জনের। এছাড়াও ফিলিপাইনে ৩৯, মেক্সিকোতে ৫১, কলম্বিয়াতে ২৯, নিউজিল্যান্ডে ৫৩, এল সালভাদরে দুই, ফিজিতে একজন গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে।

প্রসঙ্গত, ডিসেম্বরের ৩১ তারিখে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে নভেল করোনাভাইরাসের ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) জানানো হয়। তারপর দ্রুত থেকে দ্রুততম সময়ে এই ভাইরাস বিশ্বে ছড়িয়ে পড়ে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, অপেক্ষাকৃত বয়স্ক এবং আগে থেকেই শ্বাস প্রশ্বাসের সমস্যায় যারা ভুগছিলেন তারা বেশি মারা যাচ্ছেন।

করোনাভাইরাস বিশ্বমহামারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর