Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসে-ট্রেনে ঢাকা ছাড়ার হিড়িক


২৪ মার্চ ২০২০ ১০:০০ | আপডেট: ২৪ মার্চ ২০২০ ১৪:৫৪

ঢাকা: টানা ১০ দিন সাধারণ ছুটি ঘোষণার পরই ঢাকা ছাড়ার হিড়িক পড়েছে রাজধানীবাসীর। ৩০০ জন ধারণ ক্ষমতার চাঁদপুরগামী একটি লঞ্চ গতরাতে অতিরিক্ত যাত্রীর চাপে নারায়ণগঞ্জের কাছাকাছি ফুটো হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে অন্য লঞ্চে যাত্রীদের নেওয়া হয় গন্তব্যে। এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালে ‘ঈদে বাড়ি ফেরা’র মতো মানুষের ছোটাছুটি দেখা গেছে।

এতে সামাজিক দূরত্ব বজায় রাখতে যে ছুটি ঘোষণা করা হয়েছে তাতে হিতে বিপরীত হওয়ার আশংকা করছেন অনেকে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা দেখা গেছে, করোনা আতঙ্কে গণপরিবহন শূন্য হয়ে পড়েছে রাস্তাঘাট। সাধারণ ছুটি পেয়ে এখনো কমলাপুর রেলওয়ে স্টেশন এবং বাস টার্মিনালের দিকে মানুষ ছুটছেন বেশি। যাদের প্রায় সবার গন্তব্য গ্রামের বাড়ি। এক্ষেত্রে ভিড় আর গণপরিবহনের ঠাসা অবস্থা থেকে করোনা পরিস্থিতি আরও অবনতির আশংকা সংশ্লিষ্টদের।

https://www.facebook.com/Sarabangla.net/videos/1051061115293203/?epa=SEARCH_BOX

গত রাতে বাস কাউন্টার, রেল স্টেশন ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের বেশ চাপ দেখা গেছে। ট্রেনে গাদাগাদি করে উঠছে মানুষ। এতে করোনাভাইরাস আরও ছড়ানোর শঙ্কা করছেন কেউ কেউ। তারা বলছেন ট্রেনের টিকিট ক্রয় থেকে শুরু করে গ্রামে ফেরা পর্যন্ত অনেক লোকের সংস্পর্শে আসতে হচ্ছে যাত্রীদের। যা করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।

অনেকেই পিকআপ ভ্যানেও স্বপরিবারে ফিরছেন গ্রামে।

এদিকে কমলাপুর থেকে লোকাল ও মেইল ট্রেন বন্ধ রাখা হয়েছে বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ে মহাপরিচালক শামসুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘মানুষ এখন আন্তঃনগর ট্রেনে বাড়ি ফিরছেন। এ কারণে স্টেশনে এবং ট্রেনে ভিড় দেখা যাচ্ছে। রেলওয়ে পরিস্থিতি বিবেচনায় নিয়ে মেইল ও লোকাল ট্রেন বন্ধ করে দিয়েছে।’ আগামী ২৬ মার্চ থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে বলে আভাস দেন তিনি। তবে এটি এখনো ঘোষণা হয়নি রেলওয়ে থেকে।

বিজ্ঞাপন

বন্ধ ঘোষণা বাস-ট্রেন হিড়িক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর