বিমানে ওভারটাইম ভাতা বাতিল, কাটা পড়ছে ১০ শতাংশ বেতন
২৪ মার্চ ২০২০ ০৩:০৫ | আপডেট: ২৪ মার্চ ২০২০ ১১:৪৮
ঢাকা: করোনাভাইরাসের প্রভাব পড়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। সেই প্রভাব ছড়িয়েছে বিমানে কর্মরত কর্মকর্তাদের ওপরও। রুট ও আয় কমে যাওয়ায় সব কর্মকর্তার ওভারটাইম ভাতা বাতিলের ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সটি। শুধু তাই নয়, ষষ্ঠ থেকে এর ওপরের ধাপের কর্মকর্তাসহ ককপিট ও কেবিন ক্রুদের মূল বেতনের ১০ শতাংশ হারেও কেটে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন সোমবার (২৩ মার্চ) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন- ২৫ মার্চ থেকে ৭ দিন বিমানের অভ্যন্তরীণ সব ফ্লাইট বাতিল
মোকাব্বির হোসেন জানান, ১৫ মার্চ বিমানের নির্বাহী পরিচালকদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মূলত বিমানের খরচ কমানোর জন্যই নেওয়া হয় এ সিদ্ধান্ত। রোববার (২২ মার্চ) প্রশাসন এ সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করেছে।
মোকাব্বির বলেন, আমাদের আয় কমে গেছে। যাত্রী নেই। অনেক বিমান তো বন্ধই হয়ে যাচ্ছে। সেখানে আমরা এখনো বেতন দিচ্ছি। আমাদের বিমান রক্ষণাবেক্ষণে অনেক খরচ হচ্ছে। বিভিন্ন দেশে বিমানের অফিস চালাতে হচ্ছে। সেজন্য বিমানের খরচ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, বিমানের নির্বাহী আদেশে বলা হয়েছে, বিমানের সব প্রশাসনিক, কারিগরি ও অপারেশনাল কর্মচারী, প্রকৌশল কর্মকর্তা এবং কেবিন ক্রুদের সব ওভারটাইম ভাতা দেওয়া বন্ধ থাকবে। চলতি মার্চ মাস থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তাকে কোনো ধরনের ওভারটাইম দেওয়া হবে না। একইসঙ্গে ষষ্ঠ থেকে পরবর্তী ধাপের কর্মকর্তাদের মূল বেতন থেকে ১০ শতাংশ হারে কেটে নেওয়া হবে।
ওভারটাইম ভাতা বাতিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মূল বেতনের ১০ শতাংশ কর্তন