Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় বিদেশফেরত আরও ২৭৩ জন হোম কোয়ারেনটাইনে


২৩ মার্চ ২০২০ ২২:১৯ | আপডেট: ২৪ মার্চ ২০২০ ০০:২২

সাতক্ষীরা: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত আরও নতুন ২৭৩ জনকে হোম কোয়ারেনটাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে গত ৭ দিনে বিদেশফেরত সাতক্ষীরার ৯৬২ জন হোম কোয়ারেনটাইনে রয়েছে। এছাড়া সাতক্ষীরা সদর হাসপাতালে আইসোলেশানে রয়েছেন একজন।

এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৬৭ জন, আশাশুনি উপজেলায় ৫৫ জন, দেবহাটা উপজেলায় ১২১ জন, কালিগঞ্জ উপজেলায় ১৫৭ জন, কলারোয়া উপজেলায় ২৯৬ জন, শ্যামনগর উপজেলায় ১৪৩ জন ও তালা উপজেলায় ১২৩ জনকে হোম কোয়ারেনটাইনে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তবে জেলায় বিদেশ থেকে ফেরা লোকের সংখ্যা গত ১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত ৯ হাজার ৩২৫ জন। এর মধ্যে হোম কোয়ারেনটাইনের বাইরে রয়েছেন ৮ হাজার ৩৬২ জন।

সাতক্ষীরা জেলা করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানিয়েছেন, বিদেশ থেকে আসা সব প্রবাসীদের ইতিমধ্যে হোম কোয়ারেনটাইনের আওতায় আনার কাজ চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

এদিকে, সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে আটকে থাকা পাসপোর্ট যাত্রীর আসা-যাওয়া স্বাভাবিক রয়েছে। যদিও দু’দেশেই নতুন কোনো পাসপোর্ট যাত্রীকে প্রবেশাধিকার না থাকায় যাত্রী সংখ্যা অনেক কমে গেছে।

বিদেশফেরত সাতক্ষীরা হোম কোয়ারেনটাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর