Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা প্রতিরোধে বাগেরহাটে চায়ের দোকানে টেলিভিশন বন্ধের নির্দেশ


২৩ মার্চ ২০২০ ১৯:৪৫

বাগেরেহাট: প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বাগেরহাটের মোরেলগঞ্জের সব প্রতিষ্ঠানের বায়োমেট্রিক হাজিরা বন্ধ ও হোটেল, রেস্টুরেন্ট, ছোট ছোট চায়ের দোকান থেকে ক্যারাম বোর্ড ও টেলিভিশন সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সোমবার (২৩ মার্চ) এ নির্দেশ দিয়েছেন।

নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে এ নির্দেশনা জারি করেন। তারা করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেন। বিনা প্রয়োজনে চায়ের দোকান, বাজার বা রাস্তাঘাটে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। এ সময় তারা কয়েকজন বিদেশফেরত যুবকের খোঁজ-খবর নেন এবং কয়েকটি দোকান থেকে টেলিভিশন ও ক্যারামবোর্ড অপসারণ করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা বলেন, ‘চায়ের দোকানে ভিড় কমাতে টিভি ও ক্যারাম অপসারণ করা হয়েছে। প্রয়োজনে আরও কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানিয়েছেন, মোরেলগঞ্জে গত ৭ দিনে বিদেশ ফেরত ৫৯ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এখন পর্যন্ত তাদের কারও অবস্থাই খারাপ হয়নি বলেও জানান এ কর্মকর্তা।

করোনাভাইরাস চায়ের দোকান টেলিভিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর