করোনা আক্রান্তদের ১৩ জন বিদেশ ফেরত, ২০ জন সংস্পর্শে সংক্রমিত
২৩ মার্চ ২০২০ ১৯:৩২ | আপডেট: ২৩ মার্চ ২০২০ ২১:১৫
ঢাকা: বাংলাদেশে যে ৩৩ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত পাওয়া গেছে তাদের মধ্যে ১৩ জন দেশের বাইরে থেকে এসেছেন। বাকি ২০ জন বিদেশ ফেরতদের সংস্পর্শে দেশেই সংক্রমিত হয়েছেন।
সোমবার (২৩ মার্চ) রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রশাসনের (আইইডিসিআর) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারি এই প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
আইইডিসিআর’র পরিচালক বলেন, ‘যে ১৩ জন দেশের বাইরে থেকে এসেছেন তাদের মধ্যে ছয়জন ইতালির, যুক্তরাষ্ট্রের দুজন, ইউরোপের দুটি দেশ থেকে দুজন, বাহরাইন থেকে একজন এবং একজন কুয়েত থেকে এসেছেন।’
তিনি জানান, বাংলাদেশে কোভিড-১৯-এ আক্রান্ত হওয়া ৩৩ জনের মধ্যে ১৫ জনের বাসই ঢাকায়। বাকিদের মধ্যে ১০ জন মাদারীপুরের। এছাড়া নারায়ণগঞ্জে তিনজন, গাইবান্ধায় দুজন এবং কুমিল্লায়, গাজীপুর ও চুয়াডাঙ্গায় একজন করে আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে।
ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের হটলাইনে এক হাজার ৭১৬টি কল এসেছে, সবগুলোই কোভিড-১৯ সংক্রান্ত। এছাড়া ১২ জন সশরীরে এসে যোগাযোগ করেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্য ছয়জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। বাংলাদেশে এ নিয়ে মোট ৬২০ জনের নমুনা পরীক্ষা করা হলো। এর মধ্যে ৩৩ জনের মধ্যে করোনার উপস্থিতি পাওয়া গেছে।’
সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, আক্রান্ত ৩৩ জনের মধ্যে দুই তৃতীয়াংশ পুরুষ এবং এক তৃতীয়াংশ নারী। ১০ বছর বয়সের নিচে আক্রান্ত আছে দুজন, ১০ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে আছে একজন, ২১ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে নয়জন, ৩১ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে আছেন নয়জন, ৪১ থেকে ৫০ বছর বয়সীদের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছর বয়সীদের মধ্যে একজন ও ৬০ বছরের ঊর্ধ্বে রয়েছেন ছয়জন।