Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোরহান উদ্দীন খান জাহাঙ্গীরের মৃত্যু, প্রধানমন্ত্রীর গভীর শোক


২৩ মার্চ ২০২০ ১৭:৫৯

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. বোরহান উদ্দীন খান জাহাঙ্গীর (৮৪) মারা গেছেন। বার্ধ্যক্যজনিত কারণে সোমবার (২৩ মার্চ) পৌনে ১২টার দিকে ঢাকার গুলশানে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন এ বিশিষ্ট লেখক

বার্ধ্যক্যজনিত কারণে সোমবার পৌনে ১২টার দিকে ঢাকার গুলশানে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন বিশিষ্ট এ লেখক। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

শেখ হাসিনা তার শোক বার্তায় বলেন, তার কর্মময় জীবন আমাদের প্রেরণা যুগিয়ে যাবে। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ড. বোরহান উদ্দীন খান জাহাঙ্গীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির বড় ভাই।

চাঁদপুরের কচুয়া উপজেলার গুলবাহার আশেক আলী খান স্কুল ও কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান রাখায় তিনি ২০০৯ সালে একুশে পদক পান।

গভীর শোক প্রধানমন্ত্রী বোরহান উদ্দীন খান শেখ হাসিনা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর