করোনাভাইরাস: সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার সংখ্যা লাখ ছাড়ালো
২৩ মার্চ ২০২০ ১৭:৩৮ | আপডেট: ২৩ মার্চ ২০২০ ২০:২৫
করোনাভাইরাসে (কোভিড-১৯) ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটলেও আক্রান্ত হয়ে সেরে ওঠার সংখ্যাও লাখ ছাড়িয়েছে। সোমবার (২৩ মার্চ) পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৪৮ হাজার ৯৪৭ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ হাজার ৩০০ জনের। তবে সেরে ওঠার সংখ্যাও বড়। এ পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়েছেন এক লাখ ৩২১ জন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সবশেষ তথ্য প্রকাশ করছে এমন ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটার ডট ইনফো এ তথ্য প্রকাশ করেছে। উল্লেখ্য এসব সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবই প্রদেশ থেকে উদ্ভূত এ ভাইরাসে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইতালিতে। প্রতিদিন দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর হার কয়েকশো হারে বাড়ছে। তবে খুদ চীনে ব্যাপক প্রাণহানির পর দৈনিক আক্রান্তের সংখ্যা কমে এসেছে।
ইতালিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ১৩৮ জন। সোমবার পর্যন্ত ৫ হাজার ৪৭৬ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে ওয়ার্ল্ডমিটার। দেশটিতে পুরোপুরি সেরে উঠেছেন এমন সংখ্যা অবশ্য কম। এ ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠেছেন ৭ হাজার ২৪ জন।
আক্রান্তের দিক থেকে সবচেয়ে এগিয়ে চীন। সেদেশে ৮১ হাজার ৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ করেছে ওয়ার্ল্ডমিটার। তবে দেশটিতে সেরে ওঠার সংখ্যাও বেশ বড়সড়। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭২ হাজার ৭০৩ জন।
এদিকে ইউরোপে ইতালির পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন স্পেনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৮৯ জন। মৃত্যু হয়েছে দুই হাজার ১৮২ জনের। সেদেশে আক্রান্ত হয়ে পুরোপুরি সেরে ওঠেছেন তিন হাজার ৩৫৫ জন।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৭০ জন। সেদেশে এ পর্যন্ত ৪৫৮ জনের। যুক্তরাজ্যে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৮৩ জন। সেদেশে মারা গেছেন ২৮১ জন।
ইরানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৯ জন। দেশটিতে ব্যাপক প্রাণহানির ঘটেছে। এ পর্যন্ত ১ হাজার ৮১২ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। তবে সেদেশে এ পর্যন্ত সেরে ওঠেছেন ৮ হাজার ৩৭৬ জন।
ফ্রান্সে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৮ জন। দেশটিতে মৃত্যু হয়েছে ৬৭৪ জনের। এছাড়া সুইজারল্যান্ডে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন আট হাজার ২৩৪ জন। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০২ জনের।
ভারতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪২৫ জন। সেদেশে মৃত্যু হয়েছে আট জনের। পাকিস্তানে আক্রান্তের সংখ্যা ৮০৪ ও সেদেশে মৃত্যু হয়েছে ছয় জনের।
বাংলাদেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৩ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বাংলাদেশে।