এক চিকিৎসক, ২ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত
২৩ মার্চ ২০২০ ১৬:২৯ | আপডেট: ২৩ মার্চ ২০২০ ১৬:৩৫
ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ছয় জন। এর মধ্যে রয়েছেন একজন চিকিৎসক, দু’জন স্বাস্থ্যকর্মী।
সোমবার (২৩ মার্চ) রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। এসময় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ছয় জন আক্রান্ত হওয়া ছাড়াও এই রোগে আক্রান্ত নতুন একজন মারাও গেছেন। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন তিন জন। আর মোট আক্রান্তের সংখ্যা হলো ৩৩।
অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আমাদের হটলাইনে ১৭১৬টি কল এসেছে, সবগুলোই কোভিড-১৯ সংক্রান্ত। এছাড়া ১২ জন সশরীরে এসে যোগাযোগ করেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্য ছয় জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। বাংলাদেশে এ নিয়ে মোট ৬২০ জনের নমুনা পরীক্ষা করা হলো।
আইইডিসিআর করোনাভাইরাস কোভিড-১৯ চিকিৎসক আক্রান্ত টপ নিউজ স্বাস্থ্যকর্মী আক্রান্ত