Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার ঝুঁকি থাকায় খালেদা জিয়ার মুক্তি দাবি


২৩ মার্চ ২০২০ ১৬:১৬ | আপডেট: ২৩ মার্চ ২০২০ ২১:০২

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: সম্প্রতিকালে মহামারি করোনাভাইরাসের ঝুঁকির বিষয়টি উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

সোমবার (২৩ মার্চ) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

লিখিত বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ভাইরাসে লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছেন। সারা পৃথিবীতে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশেও করোনা ভাইরাস জনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।’

তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে বঙ্গবন্ধু হাসপাতালে চিকিৎসাধীন। তার জীবন আজ অত্যন্ত ঝুকিপূর্ণ। কারণ এই হাসপাতালে শত শত ডাক্তার এবং নার্স প্রতিনিয়ত সুরক্ষা সরঞ্জামাদি ছাড়া দায়িত্ব পালন করছেন। তারা বেগম খালেদা জিয়ারও চিকিৎসা করছেন। সুতরাং যেকোনো সময় প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। যা ডাক্তার নার্সসহ আল্লাহ না করুক বেগম খালেদা জিয়ার জীবনও মারাত্মক ঝুঁকিপূর্ণ করতে পারে।’

এই করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি বিবেচনায় বিভিন্ন দেশে দেশে কারাবন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে।

এ অবস্থায় প্রধানমন্ত্রী এবং সরকারের কাছে খালেদা জিয়ার জীবন রক্ষায় অনতিবিলম্বে মুক্তি প্রদানের অনুরোধ করছি।

সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত আইনজীবী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেডকে/এমআই

বিজ্ঞাপন

করোন ঝুঁকি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর