Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোয়ারেনটাইনে থাকুন, যা যা লাগে সব দেব: স্বাস্থ্যমন্ত্রী


২৩ মার্চ ২০২০ ১৫:১৫ | আপডেট: ২৩ মার্চ ২০২০ ১৬:২১

ফাইল ছবি

ঢাকা: বিদেশ ফেরতদের কোয়ারেনটাইনে থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মালিক বলেছেন, আপনারা ঘরে থাকুন। আপনাদের কারণে নতুন করে কেউ যেন সংক্রমিত না হয় সেই ব্যাপারে সচেতন হোন। কোয়ারেনটাইনে থাকা অবস্থায় আপনাদের যা যা লাগবে সব দেওয়া হবে। প্রয়োজনে চিকিৎসা বাসাতেই হবে এমনকি খাবার-দাবারের ব্যবস্থাও আমরা করে দেব।

সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এই আহ্বান জানান।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘বিদেশ ফেরতরা তো কোয়ারেনটাইনে থাকতে চাইছে না। এই মনোভাব পরিহার করতে হবে। তারা পালিয়ে বেড়াচ্ছে, জানালা-দরজা দিয়ে দৌড় দিচ্ছে।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমরা চাই না আমরা অযথা ঘোরাঘুরি করেন। আপনাদের বাড়িতে থাকা প্রয়োজন। এই যে স্কুল বন্ধের দাবি উঠল। আমরা স্কুল বন্ধ করলাম। কিন্তু দেখলাম স্কুল বন্ধ পেয়ে কক্সবাজার, চট্টগ্রামে ঘুরতে গেছেন। এগুলো করার জন্য তো স্কুল বন্ধ করা হয়নি। এ বিষয়গুলো অভিভাবদের বলা দরকার।’

মন্ত্রী বলেন, ‘আমরা ধর্মীয় অনুষ্ঠান সীমিত করার কথা বলেছি। এরপরও ফেসবুকে নানা কথাবার্তা হচ্ছে। সৌদি আরব, কাতার, ইরান, কুয়েত বন্ধ করেছেন। কিন্তু আমাদের দেশে এখনও বন্ধ হয়নি। ইরানে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়েছে। আপনারা এটি মাথায় রাখবেন, খেয়াল রাখবেন।’

করোনা শনাক্তে ল্যাব স্থাপন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা মেশিন পেয়ে গেছি। ল্যাব স্থাপনের কাজ এগিয়ে চলছে। আশা করি ১০ দিনের মধ্যে যাবতীয় প্রক্রিয়া শেষ হবে।’

করোনাভাইরাস জাহিদ মালেক টপ নিউজ স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর