Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালত বন্ধের বিষয়ে অভিমত নিচ্ছেন প্রধান বিচারপতি


২৩ মার্চ ২০২০ ১২:৫০

ঢাকা: করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে আদালত বন্ধ করা, না করার বিষয়ে আইন সংশ্লিষ্টদের মতামত নিচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সোমবার (২৩ মার্চ) প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনের মতো মতামত নেওয়া শুরু করেন।

আদালত বন্ধের বিষয়ে অভিমত নিতে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, বারের সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, বারের সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলীসহ সিনিয়রদের সঙ্গে কথা বলেন বার সভাপতি।

অভিমত জানাতে প্রধান বিচারপতির চেম্বারে প্রবেশ করেছেন আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে রোববার প্রধান বিচারপতির কাছে অভিমত তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

প্রধান বিচারপতির চেম্বার থেকে ফিরে এসে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এ বিষয়ে ২৬ মার্চের আগেই সিদ্ধান্ত আসতে পারে। সার্বিক পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এরপর একইদিন প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন আইনমন্ত্রী আনিসুল হক।

অভিমত আদালত বন্ধ করোনাভাইরাস টপ নিউজ প্রধান বিচারপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর