Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বায়োমেট্রিক হাজিরা স্থগিত


২৩ মার্চ ২০২০ ০১:২৬

ঢাকা: দেশের সকল সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার কথা বিবেচনা করে বায়োমেট্রিক হাজিরা স্থগিত রাখার আদেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (২২ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষার কথা বিবেচনা করে বায়োমেট্রিক হাজিরা স্থগিত রাখা প্রয়োজন।

এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বায়োমেট্রিক হাজিরা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হলো।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

করোনা ভাইরাস চিকিৎসক শামীমা নাসরীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর