১৪০ বছরেও এত শক্তিশালী ভূমিকম্প হয়নি জাগরেবে
২২ মার্চ ২০২০ ২৩:৪০ | আপডেট: ২২ মার্চ ২০২০ ২৩:৫৪
ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ১৪০ বছরের ইতিহাসে এত শক্তিশালী ভূমিকম্পের নজির নেই দেশটিতে।
বিবিসির খবরে বলা হয়, রোববার (২২ মার্চ) স্থানীয় সময় সকাল ৬টায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাগরেব।
ভূমিকম্পে ক্রোয়েশিয়ায় ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির সংসদ ভবন, প্রাচীন ধর্মীয় উপাসনালয়সহ অনেক স্থাপত্য ভেঙে পড়েছে। দালান ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্ক করে রাখা অনেক ব্যক্তিগত গাড়ি।
এছাড়াও নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জাগরেবের অনেক অধিবাসী ওই সময় হোম কোয়ারেনটাইনে অবস্থান করছিলেন। করোনাভাইরাস আতঙ্কের মধ্যে ভূমিকম্প জাগরেববাসীকে এক নতুন আতঙ্কের দিকে ঠেলে দেয় বলে উল্লেখ করেছেন স্থানীয়রা।
ভূমিকম্প শুরু হওয়ার পর হোম কোয়ারেনটাইন ভেঙে তারা রাস্তাতেও নেমে আসেন। পরে ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ডেভর বজিনোভিক তাদের উদ্দেশে বলেন, একইসঙ্গে ভূমিকম্প ও মহামারির মতো চ্যালেঞ্জিং দুইটি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আপনারা একত্রিত না থেকে একে অন্যের থেকে দূরত্ব বজায় রেখে অবস্থান করুন।
ক্রোয়েশিয়ার এ ভূমিকম্প অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চল এবং স্লোভেনিয়া থেকেও অনুভূত হয়েছে।