ফেব্রুয়ারি-এপ্রিলের বিদ্যুৎ বিলে বিলম্ব মাশুল লাগবে না
২২ মার্চ ২০২০ ২১:৩১
ঢাকা: নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ এড়াতে অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। ফলে বিদ্যুতের গ্রাহকরা নির্ধারত সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন না। এ কারণে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের বিদ্যুৎ বিলের সারচার্জ বা বিলম্ব মাশুল মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিভাগ।
রোববার (২২ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে নির্দেশ নেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগের উপসচিব আইরিন পারভীনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিদ্যুৎ বিতরণকারী সংস্থা/কোম্পানিসমূহ গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। গ্রাহকগণ বিভিন্ন ব্যাংক এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরবরাহকৃত বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকেন। বর্তমানে নভেল করোনাভাইরাসের সংক্রামণ এড়াতে অনেক গ্রাহকই জরুরি প্রয়োজন ছাড়া বাসা-বাড়ি থেকে বের হচ্ছেন না। এর পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে অনেক গ্রাহকই নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন না মর্মে প্রতীয়মান হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপর্যুক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে সারচার্জ বা বিলম্ব মাশুল ব্যতিত পরিশোধের নিমিত্তে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বার্ক) কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।