করোনা: চট্টগ্রামে গণমাধ্যমকর্মীদের জন্য তৈরি হচ্ছে স্যানিটাইজার
২২ মার্চ ২০২০ ২০:৫৩ | আপডেট: ২২ মার্চ ২০২০ ২১:০৪
চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে সাংবাদিকদের একটি সংগঠন। চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড গণমাধ্যমকর্মীদের জন্য ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে।
রোববার (২২ মার্চ) সকালে নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের বিজ্ঞানাগারে এই হ্যান্ড স্যানিটাইজার তৈরির কার্যক্রম শুরু হয়েছে। এতে সহায়তা দিচ্ছে রসায়ন সমিতি, চট্টগ্রাম অঞ্চল।
কার্যক্রমের উদ্বোধন করেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অঞ্জন কুমার নন্দী। এসময় উপস্থিত ছিলেন রসায়ন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. বেনু প্রসাদ বড়ুয়া, মহসিন কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক মো. ইদ্রিস আলী, চট্টগ্রাম সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, অর্থ সম্পাদক নুর উদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য মহসীন কাজী।
বক্তারা বলেন, ‘করোনাভাইরাসকে এরই মধ্যে বিশ্বব্যাপী মহামারি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশেও ক্রমশ বিস্তার ঘটছে। এ অবস্থায় গণমাধ্যমকর্মীদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ দায়িত্ববোধের কারণে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি সংগঠনের সদস্যদের জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে।’
এসময় অন্যান্যের মধ্যে সংগঠনের সদস্য আলোকময় তলাপাত্র, শাহরিয়ার হাসান, মিঠুন চৌধুরী, প্রীতম দাশ উপস্থিত ছিলেন।
আতঙ্কিত না হয়ে সচেতন হোন: সিভিল সার্জন
এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় জনগণকে সচেতন করতে মাঠে নেমেছে ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান অপিনিয়ন (ইকো) নামে একটি বেসরকারি উন্নয়ন সংগঠন। রোববার বিকেলে সংগঠনটি নগরীর দারুল ফজল মার্কেটে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে ‘করোনাভাইরাস প্রতিরোধে বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তানদের করণীয়’ শীর্ষক কর্মশালা করেছে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি মিয়া বলেন, ‘করোনাভাইরাসের সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে চট্টগ্রাম। চট্টগ্রামে দুইটি বন্দর আছে। বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক বিদেশি চাকরি করছেন। ঝুঁকি থাকলেও আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। হাত দিয়ে নাক-মুখ স্পর্শ করা যাবে না। সবসময় সাবান দিয়ে হাত ধুতে হবে অন্তত ২০ সেকেন্ড সময় নিয়ে। হাঁচি-কাশি দেওয়ার সময় নাক ও মুখ ঢেকে রাখতে হবে। বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করতে হবে।’
মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের সভাপতিত্বে এবং ইকোর সাধারণ সম্পাদক ওমর ফারুক রাসেলের পরিচালনায় কর্মশালায় মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী ছৈয়দ, সাধন চন্দ্র বিশ্বাস, যুদ্ধাহত খোরশেদ আলম, মোহাম্মদ ইউসুফ, সৈরেন্দ্র সেন, ইকো’র সভাপতি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, অর্থ সম্পাদক সাহেদ মুরাদ, দফতর সম্পাদক এস এম আব ইউসুফ বক্তব্য রাখেন।
গণমাধ্যমকর্মীদের জন্য হ্যান্ড স্যানিটাইজার চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি হ্যান্ড স্যানিটাইজার