৩ মাসের জন্য বন্ধ হয়ে গেল রিজেন্ট এয়ারলাইন্স
২২ মার্চ ২০২০ ২০:৩৯ | আপডেট: ২২ মার্চ ২০২০ ২৩:০২
ঢাকা: রাজস্ব শূন্যের কোটায় চলে আসার কারণে আগামী তিন মাস সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশের বেসরকারি এয়ারলাইন্স সংস্থা রিজেন্ট এয়ারলাইন্স।
রোববার (২২ মার্চ) রাতে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ।
তিনি বলেন, বিশ্বব্যাপী এভিয়েশন খাত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এমন অবস্থা কতদিন যাবে, সেটা কারও জানা নেই। এরই মধ্যে আমাদের রাজস্ব আয় শূন্য শতাংশে নেমে এসেছে। এ কারণে আমাদের পক্ষে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। এ কারণে আমরা আগামী তিন মাস গাইডলাইন হিসেবে নিয়ে সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি। তবে অবস্থা ভালো হলে আরও আগে আমদের কার্যক্রম শুরু হতে পারে।
ইমরান আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশ করোনাভাইরাসের কারণে ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে। সেটা কবে নাগাদ স্বাভাবিক হবে, জানি না। আবার নিষেধাজ্ঞা শেষ হলে যাত্রীও পাওয়া যাবে না। এ অবস্থায় এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই।
এর আগে গত বছরের ডিসেম্বরে রিজেন্ট এয়ারলাইন্স বন্ধের গুঞ্জন উঠেছিল। তবে সে গুঞ্জন সত্য না হলেও ফ্লাইট কমাতে শুরু করে এয়ারলাইন্সটি। এবার করোনাভাইরাস নিয়ে চলমান পরিস্থিতির কারণে তিন মাসের জন্য বন্ধ হয়ে গেল এয়ারলাইন্সটি।