ভারতে ৩১ মার্চ পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ
২২ মার্চ ২০২০ ১৭:৪৮ | আপডেট: ২২ মার্চ ২০২০ ১৯:২৯
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ৩১ মার্চ পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ সময় শুধু পণ্যবাহী ট্রেন চলবে দেশটিতে। রোববার (২২ মার্চ) ভারতের রেল মন্ত্রণালয় এক বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে। এদিন মধ্যরাত থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
ভারতে একটি যাত্রীবাহী ট্রেনে ভ্রমণ করে ১৩ জন যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এমন সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য ভারতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৪৪ জন ও মৃত্যু হয়েছে ছয় জনের।
এদিকে, রোববার বিশ্বমহামারি কোভিড-১৯ মোকাবিলায় ১৪ ঘণ্টার জনতা কারফিউ চলছে ভারতে। এছাড়া সোমবার থেকে কলকাতাসহ সকল পৌর এলাকা সাত দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এর আগে ভারতের নাগরিকসহ দেশের বাইরে থেকে সকলের প্রবেশ নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার। বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোও।